বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধুঁকছে উইন্ডিজ, ইনিংস হার এড়াতে চাই আরও ৮৫

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ১২:৫২

নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়াতে সফরকারী দলের আরও ৮৫ রান প্রয়োজন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৪৪ রান।

হ্যামিল্টনের মতো ওয়েলিংটন টেস্টেও ইনিংস হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়াতে সফরকারী দলের আরও ৮৫ রান প্রয়োজন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৪৪ রান।

আট উইকেটে ১২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলার শুরু করে উইন্ডিজ। সকালের ৪.৪ ওভারেই তাদেরকে গুটিয়ে দেয় নিউ জিল্যান্ড। শেষ দুটি উইকেটই নেন টিম সাউদি। এরই সঙ্গে টেস্টে ১১তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এই ব্ল্যাক ক্যাপস পেইসার।

ওয়েস্ট ইন্ডিজকে ফলো অনে পাঠায় নিউ জিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দল।

দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েইট ও জন ক্যাম্পবেল দেখেশুনে শুরু করলেও, জুটি বড় করতে পারেননি। দলীয় ৩৭ রানে ট্রেন্ট বোল্টের বলে বিদায় নেন ব্র্যাথওয়েইট। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ২৪।

ওপেনিং জুটি ভাঙার পরপরই আরেক অভিজ্ঞ ড্যারেন ব্রাভোকে চার রানে আউট করেন বোল্ট।

তৃতীয় উইকেটে ৮৯ রান যোগ করে উইন্ডিজকে কিছুটা থিতু করেন ক্যাম্পবেল ও শার্মার ব্রুকস।

৩৬ রান করা ব্রুকসকে বিদায় করে জুটি ভাঙেন নিল ওয়াগনার। রস্টন চেজকেও শূন্য রানে ফেরান এই বাঁহাতি পেইসার।

অন্যপ্রান্তে ক্যাম্পবেল তুলে নেন তার দ্বিতীয় টেস্ট ফিফটি। ৬৮ রান করে কাইল জেমিসনের বলে বোল্ড হন তিনি।

টেইল এন্ডে অধিনায়ক জেসন হোল্ডার অভিষিক্ত উইকেটকিপার ব্যাটসম্যান জশুয়া সিলভাকে নিয়ে প্রতিরোধ গড়েন। দিন শেষে এই দুইজন অপরাজিত আছেন।

হোল্ডার তুলে নিয়েছেন তার নবম টেস্ট ফিফটি। অপরাজিত আছেন ৬০ রানে। তার সঙ্গী সিলভা খেলছেন ২৫ রান নিয়ে। শেষ সেশনে আলো স্বল্পতায় খেলা হয় ১৯.৪ ওভার।

চতুর্থ দিন উইন্ডিজের লক্ষ্য থাকবে ইনিংস হার এড়ানো। সেই জন্য আরও ৮৫ রান চাই তাদের। নিউ জিল্যান্ডের হয়ে বোল্ট ৭৫ রানে ৩টি এবং জেমিসন ৪৩ রানে ২টি উইকেট নেন। নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ৪৬০ রানে অলআউট হয়।

হ্যামিলটনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩৪ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এ বিভাগের আরো খবর