বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার বাচা-মরার লড়াই ছিল ফরচুন বরিশালের। বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে তারা।
তবে রান তাড়া করতে ঢাকা মাঠে নামলে দেখা যায় নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের বদলে বরিশালের অধিনায়কত্ব করছেন মেহেদি হাসান মিরাজ।
পরে জানা যায়, তামিম অসুস্থ বোধ করায় ব্যাটিংয়ে আউট হওয়ার পর পরই তাকে হোটেলে ফেরত পাঠানো হয়।
‘আমার কালকে থেকেই একটু শরীর খারাপ লাগছিল। আজকে সকালে একটু বেটার মনে হয়েছে। আউট হয়ে আসার পর থেকে শরীর একটু বেশিই দুর্বল লাগা শুরু হয়। তখনই বিসিবির মেডিকেল ইউনিট আমার চেকআপ করেছেন, করে মনে করেছেন আমার ওই সময়ে ড্রেসিং রুমে থাকাটা ঠিক হবে না। তো উনারা আমাকে হোটেলে পাঠিয়ে দিয়েছেন আইসোলেশনে। কালকে সকালে আমার কিছু টেস্ট হবে। আল্লাহ এর রহমতে সব টেস্ট যদি ঠিক থাকে, আমি আশা করি যে সেমিফাইনালে খেলতে পারব।’ এক অডিও বার্তায় জানান তামিম।
ফরচুন বরিশাল তাদের এলিমিনেটরের ম্যাচ খেলবে সোমবার। তার আগে তামিমের পরীক্ষা শেষ হবে।
তামিমকে ছাড়াই অবশ্য জয় তুলে নিয়েছে বরিশাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই রানের জয় পায় তারা, নিশ্চিত করে প্লে-অফে তাদের স্থান।