২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। শনিবার পূর্ণ হলো সেই দিনের আট বছর।
স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব তাকে ধন্যবাদ দিয়েছেন একই সাথে তিন জন শিশুর দেখভালের জন্য। এই কথার মধ্য দিয়ে সাকিব নিজেকেও একজন শিশু হিসেবে ইঙ্গিত করেছেন।
‘তোমাকে ধন্যবাদ এই আট বছরে একসাথে তিন শিশুর দেখভাল করার জন্য। তোমাকে বলতে পারব না কতটুকু ভালোবাসি কিন্তু আমি একটি জিনিস বলতে পারি যে আমার জীবনের দীর্ঘতম জুটিটি তোমার সাথেই গড়ব। তুমি আমার জীবনের সেরা ঘটনা। আমি তোমাকে ভালোবাসি’, লেখেন সাকিব।
১২/১২/১২ ক্যালেন্ডারে এমন তারিখেই বিয়ে করেছিলেন সাকিব ও শিশির। আট বছরের সংসারে তাদের ঘরে এসেছে দুই কন্যাসন্তান - আলায়না ও ইররাম।