বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফে জায়গা পাওয়ার জন্য বেক্সিমকো ঢাকার বিপক্ষে জয় ছাড়া উপায় নেই ফরচুন বরিশালের। সেই টার্গেটে মাঠে নেমে তারা দেখল আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ঝড়।
সেই ঝড়ে বরিশাল সংগ্রহ করলো ১৯৩। এর মধ্যে ৯১ রান এসেছে আফিফ ও হৃদয়ের জুটিতে। এই রান করতে তারা খরচ করেছেন মাত্র ৩৯ বল।
শেষ পর্যন্ত আফিফ ও হৃদয় দুজনই তুলে নেন নিজেদের ফিফটি। আফিফ অপরাজিত থাকেন ২৫ বলে ৫০ করে। হৃদয় ছিলেন আরও মারমুখী। তিনি অপরাজিত থাকেন ২২ বলে ৫১ রানে।
শেষ পাঁচ ওভারে ঢাকা বোলারদের তুলোধুনা করেছেন এই দুই তরুণ ব্যাটসম্যান। পাঁচ ওভারে তারা তুলেছেন ৭৪ রান।
আফিফ তার ইনিংসে মেরেছেন একটি চার ও পাঁচটি ছয়। হৃদয় মেরেছেন দুটি চার ও চারটি ছয়।
এই দুজনের জুটির আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির শুরু করে বরিশাল। অধিনায়ক তামিম ইকবালের সাথে ৫৯ রানের ওপেনিং জুটি গড়েন ওপেনার সাইফ হাসান।
তামিম ফিরে গেলেও নিজের ফিফটি তুলে নেন সাইফ। তবে পঞ্চাশ ছোয়ার পরপরই বিদায় নেন তিনি, এর মাঝে ফিরে যান পারভেজ হোসেন ইমনও।এরপরই শুরু হয় আফিফ-হৃদয়ের ঝড়। সেই ঝড়ে শেষ পর্যন্ত বরিশাল পৌঁছে ১৯৩ রানের পাহাড়ে।
ঢাকার হয়ে একটি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন, আল-আমিন জুনিয়র ও মুক্তার আলি।