শেষ হয়ে আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গ্রুপ পর্বের যাত্রা। গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাওয়া মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের দুই প্রান্তে।
সাত ম্যাচের ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম। আর সাত ম্যাচে মাত্র দুই জয় নিয়ে প্লে-অফে পৌঁছাতে রাজশাহীর সামনে জয় ভিন্ন উপায় নেই।
শেষ ম্যাচ তাই রাজশাহীর জন্য বাঁচা-মরার। ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচে হয়ত প্লে-অফ নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু তাদের বেঁধে দেওয়া ২২১ রানের লক্ষ্য বরিশাল টপকে গেলে ঝুলে যায় রাজশাহীর ভাগ্য।
বাঁচা-মরার ম্যাচে রাজশাহী অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের তাই লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। গণমাধ্যমকে শুক্রবার তিনি বলেন, জয় লক্ষ্য করেই তারা মাঠে নামবেন তারা।
‘প্রত্যেক ম্যাচের আগে পরিকল্পনা থাকে ভালো ক্রিকেট খেলার, ম্যাচ জেতার। দুর্ভাগ্যজনক যে আমরা শেষ চার-পাঁচটা ম্যাচ ভালো খেলে কাছাকাছি গিয়ে হেরেছি। এটা ক্রিকেটে হয় আসলে। যেহেতু সুযোগ আছে, জিতলেই প্লে-অফে চলে যাব। লক্ষ্য থাকবে শনিবারের ম্যাচ জেতার’, বলেন সাইফুদ্দিন।
টেবিলের সবার ওপরে থাকা চট্টগ্রাম শেষ ম্যাচের আগে নির্ভার। আগের ম্যাচে তারা বিশ্রাম দেয় দলের সেরা খেলোয়াড়দের। বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে খেলেননি লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাতে ফলে পরিবর্তন আসেনি। সৌম্য সরকারের ব্যাটে সাত উইকেটের সহজ জয়ই পায় তারা।
শেষ ম্যাচেও তাই বিশ্রামে দেখা যেতে পারে দুই পেসারকে। প্লে-অফের জন্য তাদের বাঁচিয়ে রাখতে শনিবারও দেখা যেতে পারে মেহেদি হাসান ও রুয়েল মিয়ার পেস জুটিকে।
আগের ম্যাচে হার মানলেও একই একাদশ নামানোর সম্ভাবনা বেশি রাজশাহীর।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, সৈকত আলি, নাহিদুল ইসলাম, রকিবুল হাসান, মেহেদি হাসান, রুয়েল মিয়া