বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিকোলসের সেঞ্চুরিতে রক্ষা পেল নিউ জিল্যান্ড

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১২:০২

সংক্ষিপ্ত স্কোর (টস- ওয়েস্ট ইন্ডিজ): নিউজিল্যান্ড ২৯৪/৬ (নিকোলস ১১৭*, ইয়াং ৪৩, মিচেল ৪২, গ্যাব্রিয়েল ৩/৫৭)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাটসম্যানদের নৈপুণ্যে প্রাথমিক বিপদ কাটিয়ে ভালো অবস্থানে আছে নিউ জিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৯৪ রান। হেনরি নিকোলসের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিক দল।

পিতৃত্বকালীণ ছুটিতে থাকায় এই ম্যাচে নিয়মিত অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকে ছাড়াই ওয়েলিংটনে খেলতে নামে নিউ জিল্যান্ড। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

শুরুটা ভালো করে সফরকারী দল। স্ট্যান্ড বাই অধিনায়ক টম লেইথাম এবং টম ব্লান্ডেলের জুটি বেশিক্ষণ টিকতে পারেনি ক্রিজে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে ১৪ রান করে বোল্ড হন ব্লান্ডেল।

দ্বিতীয় উইকেটে, উইল ইয়াংকে নিয়ে কিছুক্ষণ টিকে থাকেন লেইথাম। ২৭ রান করে হোল্ডারের বলে আউট হন তিনি।

গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকার হয়ে অভিজ্ঞ রস টেইলর নয় রানে ফিরে গেলে, ৭৮ রানে তিন উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস।

সেখান থেকে দলকে সামাল দেন হেনরি নিকোলস। প্রথমে ইয়াংকে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। ইয়াং ৪৩ রান করে গ্যাব্রিয়েলের বলে আউট হলে, জুটি গড়েন বিজে ওয়াটলিংয়ের সঙ্গে।

স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করার পর ভাঙ্গে এই জুটি। ৩০ রান করে আলজারি জোসেফের বলে বোল্ড হন ওয়াটলিং। অন্যপ্রান্তে, নিকোলস তুলে নেন হাফ সেঞ্চুরি। ড্যারিল মিচেলকে নিয়ে ৩০০ রানের কাছাকাছি নিয়ে যান নিউ জিল্যান্ডের স্কোর।

মিচেল যোগ্য সঙ্গে দেন তাকে। ৪২ রান করে আউট হন হোল্ডারের বলে। ততক্ষণে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন নিকোলস। শতরান করতে ১৭৯ বল খেলেন তিনি। হাঁকান ১৩টি চার ও ১টি ছক্কা।

দিনশেষে নিকোলস অপরাজিত ১১৭ রানে। তার সঙ্গী পেসার কাইল জেমিসন ১ রানে অপরাজিত।

এ বিভাগের আরো খবর