ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সন্তানসম্ভবা স্ত্রী সারাহ রাহিমকে সময় দিতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন কিউই অধিনায়ক।
প্রথম সন্তানের জন্য অপেক্ষায় উইলিয়ামসন-সারাহ জুটি। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড ছুটি মঞ্জুর করেছে।
সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ক্যারিয়ারসেরা ২৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন উইলিয়ামস। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলছেন না উইলিয়ামসন।
তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে কিউইদের অধিনায়কত্ব করবেন টম লেইথাম। এর আগেও এই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন লেইথাম।
কেন উইলিয়ামসনের পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন উইল ইয়ং। তিন নম্বরে নামবেন এই ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড।