বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকাকে ১৭৯ রানে আটকে দিল খুলনা

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৮

সংক্ষিপ্ত স্কোর: বেক্সিমকো ঢাকা ১৭৯/৭, ২০ ওভার (সাব্বির ৫৬, নাইম ৩৬, শহিদুল ২/৩০, হাসান ১/২৩)

সাব্বির রহমানের ফিফটি এবং আকবর আলির ঝড়ে জেমকন খুলনার বিপক্ষে বড় সংগ্রহের পথেই ছিল বেক্সিমকো ঢাকা। কিন্তু অল্প সময়ে বেশি উইকেট হারানোর সাথে খুলনার দারুণ ডেথ বোলিং মিলিয়ে শেষ পর্যন্ত ১৭৯ রানেই থেমেছে বেক্সিমকো ঢাকা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ঢাকা। সাকিব আল হাসানের করা দ্বিতীয় ওভারে চার ছয় মারেন নাইম শেখ, ওভারটিতে আসে ২৬ রান। 

নাইম অবশ্য ক্রিজে টেকেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারেই শহিদুল ইসলামের বলে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার।

তবে অন্য প্রান্ত আগলে রাখেন এই টুর্নামেন্টে নিজেকে হারিয়ে খোঁজা সাব্বির রহমান। আল-আমিন জুনিয়রকে নিয়ে ঢাকাকে দারুণ ভিত্তি এনে দেন ৬১ রানের জুটি গড়ে।

তবে এরপর শামিম পাটোয়ারির কল্যাণে ম্যাচে ফিরে আসে খুলনা। মিড-উইকেট সীমানায় দারুণ এক ক্যাচ নিয়ে প্রথমে শামিম ফেরত পাঠান আল-আমিনকে। এরপর মাশরাফি মোর্ত্তজার বলে মুশফিকুর রহিমের লিডিং এজ পয়েন্টে ডাইভ দিয়ে ধরে মাত্র তিন রানে ফেরত পাঠান ঢাকা কাপ্তানকে।

মুশফিকের বিদায়ের তিন বলের মাথায় রান আউট হয়ে ছন্দে থাকা ইয়াসির আলি রাব্বি ফিরে যান ‘ডায়মন্ড ডাক’ করে। ইয়াসির যে বলই খেলতে পারেননি।

তবে এরপর প্রতি-আক্রমণ শুরু করেন আকবর আলি। নাজমুল ইসলাম অপুকে এক ওভারে চার ছয় মেরে ঢাকাকে বড় রানের পথে ফেরান এই তরুণ ব্যাটসম্যান। হাসান মাহমুদের বলে আউট হবার আগে আকবর খেলে ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস।

আকবরের বিদায়ের পরপরই শহিদুল ইসলামকে চার মেরে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি তুলেন সাব্বির। আরেকটি চার মারার পরের বলেই অবশ্য সাব্বির ফিরে যান ৫৬ রানে, মাহমুদুল্লাহকে লোপ্পা ক্যাচ দিয়ে।

সাব্বির ফিরে যাবার পর শহিদুল ও হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ তিন ওভারে ঢাকা নিতে পারে মাত্র ১২ রান। তাতে শেষ পর্যন্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৭৯।

খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন শহিদুল, তবে তাদের হয়ে সেরা বোলার ছিলেন হাসান মাহমুদ। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে আকবর আলির উইকেট তুলে নেন তিনি। 

একটি করে উইকেট পান মাশরাফি ও অপু।

এ বিভাগের আরো খবর