যেন লাইফলাইন পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। কয়েক মাস আগে মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদে থাকছেন তিনি। একইভাবে বোর্ড সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে বহাল থাকছেন যথাক্রমে জয় শাহ ও জয়েশ জর্জ।
বুধবার দেশটির সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ে গাঙ্গুলির নেতৃত্বে থাকা কমিটির মেয়াদ বিষয়ে পরবর্তী শুনানি জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন।
ফলে আগামী জানুয়ারি পর্যন্ত দেশটির ক্রিকেটের সর্বোচ্চ বোর্ডের মসনদে থাকছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
মূলত কমিটির মেয়াদ বাড়ানোসহ কিছু সুপারিশে সংশোধনী আনতে চেয়ে দেশটির সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিল বিসিসিআই। বুধবার সুপ্রিম কোর্টে বোর্ডের বেশ কিছু মামলার নিস্পত্তি হলেও সৌরভ ও জয় শাহর প্রসঙ্গ উত্থাপিত হবে পরবর্তী শুনানিতে।
সংশোধনী আসলে আদালতের রায়ে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিসিসিআই সভাপতির পদে পুনঃপ্রতিষ্ঠা পেতে পারতেন সৌরভ।
আপাতত এক্সট্রা ইনিংস হিসেবে আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন তিনি।