বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনার পরীক্ষা নিতে প্রস্তুত ঢাকা, চট্টগ্রামের সামনে বরিশাল

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ২৩:১০

খুলনার বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে নামবে বেক্সিমকো ঢাকা। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করতে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং প্রতিশোধ নিয়ে শীর্ষ চারে ওঠার সুযোগ কাজে লাগাতে চাইবে ফরচুন বরিশাল। 

কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বোর্ড)। এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে সকল ম্যাচ। পরিবর্তীত সূচিতে দুপুর সাড়ে ১২টায় টুর্নামেন্টের শীর্ষে ওঠার সুযোগ নিতে মাঠে নামবে জেমকন খুলনা।

খুলনার বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে নামবে বেক্সিমকো ঢাকা। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করতে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং প্রতিশোধ নিয়ে শীর্ষ চারে ওঠার সুযোগ কাজে লাগাতে চাইবে ফরচুন বরিশাল। 

দিনের প্রথম ম্যাচটাতে পয়েন্ট টেবিলের উত্তেজনা বিরাজ করবে।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে হারিয়েছিল জেমকন খুলনা।

পয়েন্ট টেবিলেও দুই ও তিন নম্বরে যথাক্রমে অবস্থান করছে খুলনা ও ঢাকা।

তাই বৃহস্পতিবারের ম্যাচ হাইভোল্টেজই হতে যাচ্ছে। শেষ গ্রুপ ম্যাচে জয় চাইবেন মাশরাফি-সাকিব-রিয়াদরা। ৭ ম্যাচে চার জয় তিন হারে ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টেবিলে দুইয়ে অবস্থান করছে তারা। তাই শীর্ষ দুইয়ে থাকার একটা সুযোগ থাকছে খুলনার।

ছেড়ে দেবেন না ঢাকার মুশফিক-আকবর-নাইমরাও। এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের টেবিলে খুলনার ঘাড়ে শ্বাস ফেলছে বেক্সিমকো ঢাকা। প্রতিশোধের জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে শীর্ষ দুই থাকার সুযোগ থাকছেও মুশফিকদেরও।   

বৃহস্পতিবার এই ম্যাচে একই সঙ্গে মাঠে খেলতে নামছেন পঞ্চ পাণ্ডবের চারজন মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় ফরচুন বরিশালের বিপক্ষে একই ভেন্যুতে মাঠে লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম।

 শেষ ম্যাচে রাজশাহীর পাহাড় রান টপকে যাওয়া ফরচুন বরিশালের জন্য ম্যাচ হবে ফাইট ব্যাকের। প্রথম রাউন্ডের ম্যাচে ১০ রানে চট্টগ্রামের কাছে হেরেছিল বরিশাল।

পয়েন্ট টেবিলে যদিও খুব একটা প্রভাব পড়বে না লিটন-সৌম্য-মিঠুনদের চট্টগ্রামের। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। এই ম্যাচে বরিশালকে হারালে নিরাপদ দূরত্বে শীর্ষে থাকবে তারা।

 বড় চ্যালেঞ্জ মূলত তামিম-ইমনদের বরিশালের। পাঁচ দলের টুর্নামেন্টে ছয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে বরিশাল। টেবিলের তলানি থেকে উপরে ওঠার সুযোগ থাকছে তাদের হাতে। চট্টগ্রামকে হারাতে পারলেই চারে ঢুকে যাওয়ার সুযোগ থাকছে বরিশালের।

বরিশালের পেসার আবু জায়েদ রাহি চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তার জায়গায় বরিশাল দলে ডেকেছে সালাউদ্দিন শাকিলকে।

পয়েন্ট টেবিলে বরিশালের উপরে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট শান্তদের।

এ বিভাগের আরো খবর