এক দশকেরও বেশি সময় পর পাকিস্তান সফরে যাচ্ছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। সিরিজ নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিইএসএ)।
টেস্ট ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার প্রথমটি শুরু হবে ২৬ জানুয়ারি করাচিতে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চার ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে।
এই দুই ভেন্যুর সঙ্গে লাহোরে অনুষ্ঠিত হবে ৩টি টি টোয়েন্টি ম্যাচ। সফর শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিমের বাসে জঙ্গি হামলায় ছয় পুলিশ সদস্য ও দুই বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনার পর প্রায় এক দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।
২০১৯ সালে জিম্বাবুয়ে, শ্রীলংকা ও বাংলাদেশের সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে পাকিস্তানে। তারই ধারাবাহিকতায় হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজ।
গত মাসে ইংল্যান্ড জানায় তারা পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ২০২১ এর অক্টোবরে। পাকিস্তানে ক্রিকেট পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ায় আনন্দিত সিএসএর ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। এক বার্তায় তিনি বলেন,‘পাকিস্তানের মতো গর্বিত এবং ক্রিকেটপ্রেমি একটি দেশে এত গুলো দেশকে সফর করতে দেখাটা আনন্দের।’