বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্চারকে খেলতে সমস্যা হতো লারার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৫

ক্যারিয়ারের গ্লেন ম্যাকগ্রার মতো বোলারের বিপক্ষে অসাধারন সব লড়াই আছে লারার। আর্চারকেও ম্যাকগ্রার মতো মনে হয় লারার।

নিজের সময়ে অসংখ্য বোলারের ঘুম হারাম করেছেন। তাকে সর্বকালের সেরাদের একজন বলে মেনে নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুত্তাইয়া মুরালিধরন এবং ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি বোলাররা। এখনও টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড তার নামের পাশে।মুরালি-ওয়ার্ন-আখতারদের অক্লেশে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা জানালেন আধুনিক ক্রিকেটের এক বোলার সমস্যায় ফেলতে পারতেন তাকে।

অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের এক লাইভ চ্যাটে লারা বেছে নেন তার দৃষ্টিতে বর্তমানের সেরা টেস্ট বোলারকে। টেস্ট ক্রিকেটে ৪০০ রানের মালিক জানান, ইংল্যান্ডের ফাস্ট বোলার জফ্রা আর্চার তাকে ‘সমস্যায় ফেলতে’ পারতেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও ভারতের দুই কিংবদন্তি রিকি পন্টিং ও সুনিল গাভাস্কারও উপস্থিত ছিলেন।এই যুগের বোলারদের মধ্যে কাকে টেস্টে খেলতে সমস্যা হতো? পন্টিংয়ের এমন প্রশ্নের উত্তরে লারা বলেন, ‘আমার মনে হয় জফ্রা আর্চার। কারণ সে স্টাম্পের খুব কাছ থেকে বল করে। সে ব্যাটসম্যানকে কোনো অ্যাঙ্গেল দেয় না। যে সব ফাস্ট বোলার আমাকে স্টাম্পের বাইরে জায়গা দেয় তাদেরকে খেলতে আমার সমস্যা হতো না। মাখায়া এনটিনির মতো কেউ যখন যখন বল করত আমি জানতাম স্টাম্পে বলটা আমাকে কতখানি জায়গা দেবে। ব্রেট লিও একই রকম।’

ক্যারিয়ারের গ্লেন ম্যাকগ্রার মতো বোলারের বিপক্ষে অসাধারন সব লড়াই আছে লারার। আর্চারকেও ম্যাকগ্রার মতো মনে হয় লারার।ভক্তদের কাছে ‘দ্য প্রিন্স’ নামে পরিচিত এই বাঁহাতি বলেন, ‘গ্লেন ম্যাকগ্রা অনেকটা আর্চারের মতো। তবে ম্যাকগ্রা ১০-১২ মাইল ধীরগতির ওর চেয়ে। ওকে আমি খেলার সময় পেতাম। তবে আর্চার যেহেতু একেবারেই জায়গা দেয় না, আর অনেক দ্রুত, তাই ওকে খেলতে বা বলের লাইন থেকে সরে দাঁড়াতে আমার সমস্যা হতো বলে মনে হয়।’

এ বিভাগের আরো খবর