বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নেত্রকোণা

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ২২:০৮

টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের চার জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার পুলিশ দল অংশ নেয়।

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল।

শেরপুর পুলিশ লাইনস মাঠে মঙ্গলবার বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হয়। ময়মনসংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশীদ প্রধান অতিথি হিসাবে দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

খেলায় টস জিতে নেত্রকোণা জেলা দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় শেরপুর জেলা দল। অলরাউন্ডার প্রান্ত সাহা, সামিউল ও রাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে নেত্রকোণা জেলা দল ৫ উইকেটে ১৪০ রান করে।প্রান্ত নয়টি ছয় ও এক চারে অপরাজিত ৬১ রান, সামিউল দুই চার এক ছয়ে ২৪ এবং রাকিব করেন ২১ রান।

শেরপুরের বোলার সাইফুল নেন ২৮ রানে ২ উইকেট।

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। শেরপুরের পক্ষে সাইফ ৩৫ রান, রবিউল ৩১ রান এবং সোহাগ করেন ২৫ রান।

নেত্রকোণার মাহবুব ১৭ রানে ২ উইকেট নেন।

অলরাউন্ডার প্রান্ত সাহা ফাইনালে অপরাজিত ৬১ রান এবং পুরো টুর্নামেন্টে ১৬০ রানের পাশাপাশি ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ফাইনাল ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন। 

টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের চার জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার পুলিশ দল অংশ নেয়।

 

এ বিভাগের আরো খবর