বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪০০ রান ও দুই সেঞ্চুরির ম্যাচে নায়ক ইমন

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১৭:৫০

সংক্ষিপ্ত স্কোর: মিনিস্টার গ্রুপ রাজশাহী ২২০/৭, ২০ ওভার (শান্ত ১০৯, ইমন ৬৯, রাব্বি ৪/৪৯, সুমন ২/৪৩); ফরচুন বরিশাল ২২১/২, ১৮.১ ওভার (ইমন ১০০*, তামিম ৫৩, সাইফুদ্দিন ১/৪০)

প্রথম ইনিংসের পর মিনিস্টার গ্রুপ রাজশাহী নিশ্চয়ই ভেবেছিল, ২২০ রান জয়ের জন্য যথেষ্ট হবে! অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে রীতিমত রানের পাহাড় দাঁড় করায় তারা।

অথচ, ২২১ রানের সেই লক্ষ্য ফরচুন বরিশাল পেরিয়ে গেলো ১১ বল হাতে রেখেই। কে জানতো পারভেজ হোসেন ইমন এমন বিধ্বংসী হয়ে উঠবেন?

এই বছরের শুরুতেই ইমন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জেতেন বিশ্বকাপ। সেই ফাইনালে চোট নিয়ে ব্যাট করে হন শিরোনাম। এবার অবশ্য চোট নয়, ইমন শিরোনামে দ্রুততম সেঞ্চুরি করে বরিশালকে জিতিয়ে।

এর আগের রেকর্ড ছিল ইমনের অধিনায়ক তামিম ইকবালের। ২০১৯ বিপিএলের ফাইনালে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন তামিম। ইমন সেই রেকর্ড ভাঙলেন আট বল কম খেলে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান দুই ওপেনার শান্ত ও আনিসুল ইমন। দুজনে মিলে ১২.২ ওভারে তোলেন ১৩১ রান। ইমন ৬৯ রানে ফিরলেও আগ্রাসন চালিয়ে যান শান্ত।

৫২ বলে নিজের শতক তুলে নিয়ে শান্ত নিশ্চিত করেন, দল পৌছায় ২২০ রানের পাহাড়ে।

৫৫ বলে ১০৯ রানের ইনিংসে শান্ত মেরেছেন ১১টি ছয়, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। এর আগে ২০১৯ বিপিএল ফাইনালে ১১টি ছয় মেরেছিলেন তামিম।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শরীরী ভাষা ছিল আক্রমণাত্মক। পঞ্চম ওভারে ফিরে যাবার আগে ওপেনার সাইফ হাসান ১৫ বলে করেন ২৭। ততক্ষণে দলীয় রান ৪৪।

এরপর যা হলো মিরপুর স্টেডিয়ামে, তাকে ‘ঘূর্ণিঝড় ইমন’ ডাকাই যায়। অধিনায়ক তামিমের সঙ্গে ইমনের জুটিতে রান আসে ১১৭, মাত্র ৫৩ বলে! সেখানে তামিম খানিকটা ধরেই খেললেন। রান আউট হয়ে ফেরার সময় তার রান ৩৭ বলে ৫৩।

২৫ বলে হাফ সেঞ্চুরিতে পৌছানো ইমন আরও বিধ্বংসী হন ফিফটির পর। তামিমের বিদায়ের পর সঙ্গী হিসেবে পেলেন আফিফ হোসেনকে। তাকে নিয়েই জিতিয়ে ফিরলেন। দুজনের জুটিতে আসে ৬০ রান, সেটি মাত্র ২৯ বলে। 

আফিফ অপরাজিত থাকেন ১৬ বলে ২৬ রানে।  

দলের যখন আর ১৪ রান প্রয়োজন, ইমনের তখনও চাই ১২ রান। সেই ওভারে একটি ছয় মারলেন। তাতে শেষ দুই ওভারে সমীকরণ এমন - বরিশালের জয়ের জন্য চাই চার, ইমনের সেঞ্চুরির জন্যও তাই।

১৯ তম ওভারের প্রথম বল আনিসুল ইমন করলেন অফ স্টাম্পের বাইরে। সেটিকে কভার ড্রাইভে বাউন্ডারি বানিয়ে হুংকার ছাড়লেন ইমন। জয়ের ও শতকের।

এই জয়ে নিজেদের ছয় নম্বর ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল বরিশাল। আর নিজেদের সপ্তম ম্যাচে এটি পঞ্চম হার রাজশাহীর।

এ বিভাগের আরো খবর