হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছেন। সেরে উঠে পাস করেছেন ফিটনেস টেস্টেও। সেই ফিটনেস টেস্টে পাস করার পর তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চার দল।
শেষ পর্যন্ত লটারিতে নির্ধারিত হয়েছে মাশরাফি মোর্ত্তজার দল। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে। বিসিবির কোভিড টেস্টেও নেগেটিভ এসেছে তার সোমবার। ফলে, টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই মাশরাফির।
রোববার সন্ধ্যায় দল নির্ধারিত হওয়ায় সেদিনের ম্যাচে খেলতে পারেননি এই অভিজ্ঞ পেসার। তবে মঙ্গলবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মত মাঠে নামতে পারেন তিনি।
খুলনা অনুশীলন না করলেও সোমবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করলেন মাশরাফি। বোলিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও কিছু কাজ করেন তিনি।
মাশরাফি অনুশীলনে ফেরেন ১ ডিসেম্বর। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।চোটের কারণেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি এই সাবেক বাংলাদেশ অধিনায়ককে।