জুয়াড়ির প্রস্তাব লুকানোয় সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই নিষেধাজ্ঞার জন্য এক বছর ক্রিকেটের বাইরে তো ছিলেনই, সাকিব হারিয়েছিলেন আইসিসি র্যাংকিংয়ে নিজের জায়গাও।
তবে গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবার পর থেকে একে একে সাকিব ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। ওয়ানডে র্যাংকিংয়ে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেই, টি-টোয়েন্টিতে দুই নম্বরে।
এবার ফিরলেন টেস্টে, তবে জায়গা হলো না সেরা তিনে। পূর্বানুমিতভাবে চতুর্থ স্থানেই ফিরলেন তিনি। তার উপরে আছেন বেন স্টোকস, জেসন হোল্ডার ও রভিন্দ্র জাদেজা।
সাকিব নিষিদ্ধ হবার সময় তার রেটিং পয়েন্ট ছিল ৩৯৭। নিষেধাজ্ঞার এক বছরে খুইয়েছেন ৩১ পয়েন্ট। ফিরেছেন ৩৬৬ পয়েন্ট নিয়ে।
টেস্টে বোলারদের র্যাংকিংয়ে ৬৩৭ পয়েন্ট নিয়ে সাকিব আছেন ২২ নম্বরে, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আছেন ৩৭ নম্বরে, তার উপরে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তামিম ইকবাল, যথাক্রমে ১৮ ও ৩১ নম্বরে।