রোববার পার্লে অনুষ্ঠিত হবার কথা ছিল সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। কিন্তু দুই দলের হোটেলের দুজন কর্মী এবং ইংল্যান্ড দলের দুজন সদস্যের কোভিড টেস্টে পজিটিভ ফল আসায়, বাতিল করা হয় সেই ওয়ানডে।
তবে প্রথম ম্যাচ না হলেও কেপটাউনে দ্বিতীয় ম্যাচ হবার কথা ছিল সোমবার। কোভিডের থাবায় আপাতত পিছিয়ে গেছে সেটিও।
এই নিয়ে তৃতীয়বার পেছানো হলো ওয়ানডে সিরিজের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে প্রথম ওয়ানডে পিছিয়ে নিয়ে আসা হয়েছিল রোববার। যার ফলে পিছিয়ে যায় দ্বিতীয় ওয়ানডেও। যেটি হবার কথা ছিল সোমবার। দ্বিতীয় ওয়ানডে পেছানো হলেও এখনও ম্যাচের পরিবর্তিত তারিখ জানায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা।
১০ ডিসেম্বর সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা ইংল্যান্ড দলের। সেই হিসেবে, মঙ্গলবার ও বুধবার হবার কথা সিরিজের বাকি দুই ওয়ানডে।
রোববার প্রথম ওয়ানডে বাতিল করা হয় টস হবার আগে আগে। দুই দল যে হোটেলে থাকছে, সেখানকার দুই কর্মীর কোভিড পজিটিভ আসার পর অনিশ্চিত পজিটিভ আসে ইংল্যান্ড দলের দুই সদস্যের। আপাতত ইংল্যান্ড দলের সেই দুই সদস্যের পজিটিভ টেস্ট যাচাই করবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই যাচাইকরণে ফলাফল নেগেটিভ থাকলে আবারও মাঠে ফিরতে পারে এই সিরিজ।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক সাউথ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড।