অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটি ও শেষদিকে নুরুল হাসান সোহানের ২১ বলে ৩৭ রানের ইনিংসে জেমকন খুলনার সামনে ১৪৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
ইনজুরি থেকে ফিরে রাজশাহী একাদশে জায়গা করে নেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ পর্যন্ত অবশ্য সাইফুদ্দিনকে ব্যাট হাতে নামতে হয়নি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার আনিসুল ইমনকে হারায় রাজশাহী। কিন্তু সেখান থেকে প্রতি-আক্রমণ শুরু করেন অধিনায়ক শান্ত। রনি তালুকদার ও মেহেদি হাসানের সাথে ছোট দুটি জুটি গড়ে রাজশাহী ইনিংসের ভিত্তি গড়ে দেন শান্ত, নিজের ফিফটি তুলে নেন ৩৩ বলে।
কিন্তু ফিফটি ছোঁয়ার পরপরই মাহমুদুল্লাহ রিয়াদের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত। শান্ত ফিরবার সাত বল পরে ফিরে যান আগের ম্যাচে ফিফটি হাঁকানো ফজলে মাহমুদ।
সেখান থেকে ৩৭ বলে ৫২ রানের এক জুটি গড়ে রাজশাহীকে ১৪৫ রানে নিয়ে যান জাকের আলি অনিক ও সোহান। দুজনের মধ্যে আগ্রাসী ছিলেন সোহান। ২১ বলে ৩৭ করার পথে তিনি মারেন তিনটি চার ও দুটি ছয়।
উইকেট না পেলেও খুলনার সেরা দুই বোলার ছিলেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ। নিজেদের চার ওভারে দুজন রান দেন যথাক্রমে ১৭ ও ১৬।
খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন শুভাগত হোম, একটি করে উইকেট পান আল-আমিন হোসেন, শহিদুল ইসলাম ও মাহমুদুল্লাহ।