বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাকফুটে আছে ফরচুন বরিশাল। পাঁচ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। আছে পয়েন্ট টেবিলে সবার শেষে।
অধিনায়ক তামিম ইকবাল বাদে ব্যাট হাতে ছন্দে নেই দলের কেউ-ই। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ করে দলকে জিতিয়ে ফিরলেও, পরের তিন ম্যাচে তামিম আউট হয়েছেন ত্রিশের ঘরে।
তামিমের মতে, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ত্রিশের ঘরে গিয়ে আউট হওয়াটা অপরাধের মতন। তিনি ইনিংস বড় করতে পারলে দলের অবস্থান ভিন্ন হতো মনে করেন তিনি।
‘তিন ম্যাচে ৩০ করে আউট হয়ে যাওয়া আমার কাছে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যে দলে খেলছি, যেখানে আমার পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি ৩০ করে আউট হয়ে যাই, এটা আসলে অপরাধ। ত্রিশগুলোকে যদি ৫০-৬০ করতাম বা তিনটার মধ্যে যদি একটাও করতাম, তাহলে হয়তো ফল অন্যরকম হতে পারত’, বলেন তামিম।
বড় ইনিংস খেলতে না পারলেও, এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তিনি।
‘এই টুর্নামেন্টে ব্যাটিং যতটুকু করেছি, মনে হয় ভালো করেছি। সবমিলিয়ে ব্যাটিং নিয়ে যদি বলি, যেভাবে ব্যাট করতে চাই এবং যেভাবে ব্যাট করছি, তা ঠিক আছে। আমি বলব না যে খুব ভালো, তবে খুব খারাপও না’, বলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
রান পেলেও টুর্নামেন্টে তামিমের স্ট্রাইক রেট এখন পর্যন্ত মাত্র ১১৬। সেটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না এই অভিজ্ঞ টাইগার। তার কাছে বেশিক্ষণ ক্রিজে থাকাটা গুরুত্বপূর্ণ।
‘যদি পরিস্থিতি ওরকম থাকে তাহলে ৩০ বলে ৩০ রান করাতে খারাপ কিছু দেখি না। যখন আমরা ১৫০ রান তাড়া করছি, ঐসময় যদি ৩টা উইকেট চলে যায় তখন ২০ বলে ৩০-৪০ রান করা কঠিন। যদি ৪০ বলে ৪০ করাতে দল জিতে সেটা বরং ভালো। ১৫ বলে ৪০ করে দল হারলে ওইটা ভালো ইনিংস হল না।
‘দিনশেষে কথা হল দলের জন্য আমাকে কীভাবে খেলতে হবে। স্ট্রাইক রেটের চেয়েও গুরুত্বপূর্ণ হল কতক্ষণ উইকেটে থাকতে পারি। কত লম্বা ইনিংস খেলতে পারি’, বলেন তামিম।
মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে মিনিস্টার রাজশাহীর মুখোমুখি হচ্ছে বরিশাল। দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের অপরাজিত ৭৭ রানের ইনিংসে জয় পায় তার দল।