বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুশফিকের ব্যাটে ঢাকার সংগ্রহ ১৪৫

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২৫

সংক্ষিপ্ত স্কোর: ১৪৫/৪, ২০ ওভার (মুশফিক ৭৩*, ইয়াসির ৩৪, নাহিদুল ১/১৬, মুস্তাফিজ ১/১৯)

দুই দলের আগের দেখায় বেক্সিমকো ঢাকা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে। কিন্তু গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানের সাহায্যে ঢাকা তুললো ১৪৫।

টসে হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ঢাকা। পঞ্চম ওভারের মধ্যেই তারা হারিয়ে ফেলে তিন উইকেট। হারাতে পারতো আরও, কিন্তু সেটি হয়নি চট্টগ্রামের ফিল্ডারদের বদান্যতায়।

ব্যক্তিগত দুই রানে স্পিনার রকিবুল হাসানের বলে স্লিপে সৌম্য সরকারকে সহজ ক্যাচ তুলে দেন মুশফিক। কিন্তু সৌম্য সেটি ধরতে পারেননি। মুশফিক এরপর ছন্দে থাকা ইয়াসির আলি রাব্বিকে নিয়ে ম্যাচে ফেরান ঢাকাকে।

দুজনের ৭২ বলে ৮৬ রানের জুটিতে শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ের ভিত্তি গড়া হয়ে যায় ঢাকার। ইয়াসির ৩৪ রানে আউট হওয়ার সময়, মুশফিকের স্কোর ছিল ৩৭ বলে ৪৮। 

এরপর মুশফিক খেললেন ১৩ বল। সেই ১৩ বলে ২৫ রান তুলে নিয়ে নিশ্চিত করেন, বোলারদের লড়াই করার মত পুঁজি।

চট্টগ্রামের সেরা বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান ও নাহিদুল ইসলাম। মাত্র একটি করে উইকেট নিলেও দুজনই রান দিয়েছেন ওভারপ্রতি পাঁচের কম। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও রকিবুল।

এ বিভাগের আরো খবর