বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরছেন মাশরাফি মোর্ত্তজা। জেমকন খুলনার হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। লটারিতে খুলনা পেয়েছে এই অভিজ্ঞ পেসারকে। রোববার দলটি একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।একই দিন খুলনা নামছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে। আজ (রোববার) খেলার সম্ভাবনা নেই মাশরাফির। তবে মঙ্গলবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে জায়গা হয়নি তার। চোট থেকে সেরে উঠে ১ ডিসেম্বর অনুশীলনে ফেরেন মাশরাফি। ফেরার পরই তাকে দলে নিতে আগ্রহ দেখায় টুর্নামেন্টের তিন দল - ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।তিন দলই মাশরাফিকে দলে নেয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করে।
তবে কোন দলে মাশরাফি খেলবেন, তার চেয়েও বড় প্রশ্ন ছিল মাশরাফির ম্যাচ ফিটনেস নিয়ে। ম্যাচ ফিটনেস যাচাই করতে মাশরাফি বিসিবির অনুমোদিত বিপ টেস্ট দেন রোববার।
বিপ টেস্টের ফল জানায়, মাশরাফি ম্যাচ খেলার জন্য ফিট। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। বিপ টেস্টে মাশরাফি কত পেয়েছেন, সেটি না জানালেও তুষার জানান যে ম্যাচ খেলার জন্য ফিট মাশরাফি।
‘সে আজকে বিপ টেস্ট দিয়েছে। সে ম্যাচ খেলার জন্য ফিট’, জানান তুষার। রোববার বিকেলেই বিসিবি অফিসে লটারির মাধ্যমে নির্ধারন করে মাশরাফির দল। জেমকন খুলনায় আগে থেকেই খেলছেন জাতীয় দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।