হ্যামিলটন টেস্টে বর জয় দিয়েই সিরিজে লিড নিল নিউ জিল্যান্ড। প্রথম টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই তারা অল আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ইনিংস ও ১৩৪ রানের জয় পায় স্বাগতিক দল।
ছয় উইকেটে ১৯৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা উইন্ডিজ সকালে টিকতে পারে মাত্র ১৬.৫ ওভার। নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৪৭ রানে।
সপ্তম উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে নিউ জিল্যান্ড বোলারদের হতাশ করেন জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। এই জুটি ভাঙ্গে ২৪৪ রানে। এরপর সফরকারী দল আর মাত্র তিন রান যোগ করতে পারে বোর্ডে।
আগের দিন ৮০ রানে অপরাজিত থাকা ব্ল্যাকউড পূর্ণ করেন তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১০৪ রানে নিল ওয়াগনারের বলে আউট হন তিনি।
আর ৫৯ রানে অপরাজিত থাকা জোসেফ আউট হন ৮৬ রানে। তাকে ফেরান পেসার কাইল জেমিসন। চোটের কারণে উইন্ডিজ কিপার শেন ডাউরিচ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট করেননি।
নিউ জিল্যান্ডের হয়ে ওয়াগনার ৬৬ রানে নেন ৪ উইকেট। ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেইন উইলিয়ামসন।এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে থাকা ইংল্যান্ডের সঙ্গে শতাংশের পার্থক্য কমিয়ে এনেছে নিউ জিল্যান্ড। ৬০.৮ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। তাদের পরে থাকা নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫৭.১ শতাংশ।