বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপ্রতিরোধ্য চট্টগ্রামের সামনে ছন্দ খুঁজে পাওয়া ঢাকা

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ২১:০১

টুর্নামেন্টের চারটি ম্যাচই জিতেছে চট্টগ্রাম। অন্যদিকে টানা তিন ম্যাচ হারার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে ঢাকা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুই দলের যাত্রাপথটা ভিন্ন রকম। গাজী গ্রুপ চট্টগ্রাম যেখানে উত্তুঙ্গ ফর্মে জিতে নিয়েছে চার ম্যাচই, বেক্সিমকো ঢাকা সেখানে পাঁচ ম্যাচে পেয়েছে মাত্র দুই জয়।

তবুও স্বস্তির হাওয়া বইছে ঢাকা শিবিরে। প্রথম তিন ম্যাচে হারের পর যে এসেছে টানা দুই জয়! কিন্তু তবুও সাবধান তারা। দুই দলের প্রথম দেখার অভিজ্ঞতাটা যে ভালো নয় তাদের।

ঢাকা ও চট্টগ্রামের প্রথম দেখায় ঢাকা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে। সেই রান চট্টগ্রাম তাড়া করেছিল ৫৫ বল ও নয় উইকেট হাতে রেখে।

তবে রোববার নতুন এক ম্যাচ, সেখানে ঢাকা চাইবে সদ্যপ্রাপ্ত ফর্মকে আরও গতি দেয়া। শেষ দুই ম্যাচে বলতে গেলে সহজ জয়ই তুলে নিয়েছে ঢাকা। প্রথমে ফরচুন বরিশালকে সাত উইকেটে হারানোর পর মিনিস্টার গ্রুপ রাজশাহীকে তারা হারিয়েছে ২৫ রানে।

অন্যদিকে চট্টগ্রামের লক্ষ্য থাকবে অপরাজিত থাকার ধারা এগিয়ে নেয়া। দারুণ ফর্মে আছেন ওপেনার লিটন দাস, পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম, সঙ্গে রান পাচ্ছেন আরেক ওপেনার সৌম্য সরকারও।

চোটের কারণে মমিনুল হক ছিটকে গেলেও আপাতত তার বদলে কাউকে দলে নেয়নি চট্টগ্রাম। তবে এই ম্যাচে করোনা মুক্ত হয়ে ফেরা মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে একাদশে।

অন্যদিকে টানা দুই জয়ের পর অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা ঢাকার। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ইয়াসির আলি রাব্বি, আকবর আলি ও অধিনায়ক মুশফিকুর রহিম। টুর্নামেন্টের চমক হিসেবে অবশ্য ঢাকা নিয়ে এসেছে বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে, তিনিও বল হাতে অবদান রেখেছেন দলের জয়ে।

সম্ভাব্য একাদশ 

বেক্সিমকো ঢাকা: তানজিদ হাসান তামিম, নাইম শেখ, ইয়াসির আলি রাব্বি, মুশফিকুর রহিম (অধিনায়ক), আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শফিকুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামসুর রহমান, জিয়াউর রহমান, মোসাদ্দেক হোসেন, সৈকত আলি, তাইজুল ইসলাম, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

এ বিভাগের আরো খবর