হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে।সেই চোট কাটিয়ে মাশরাফি ফিরেছেন অনুশীলনে। আর তাতেই তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে টুর্নামেন্টের বেশ কয়েকটি দল।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মাশরাফিকে দলে নেয়ার আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের ম্যানেজার হান্নান সরকার জানালেন, মাশরাফিকে দলে ভেড়াতে আগ্রহী তারাও।
টুর্নামেন্টের শুরুতেই একটি ধাক্কা খেয়েছিল রাজশাহী। ড্রাফটে প্রথম ডাকে দলে নেয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন গোড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে।
সাইফুদ্দিনকে ছাড়া টুর্নামেন্টে টানা দুই জয়ে ভালো শুরু পেলেও এরপর টানা তিন ম্যাচ হেরে বর্তমানে কিছুটা ব্যাকফুটে রাজশাহী। বোলিংয়ে সমস্যার মুখে রাজশাহীর লক্ষ্য মাশরাফিকে দলে নিয়ে সেই ঘাটতি পোষানো।
হান্নান বলেন, ‘বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা কিছুটা সংগ্রাম করছি। সে ক্ষেত্রে সাইফুদ্দিন, মাশরাফি দুজনকে এক সঙ্গে খেলাতে পারলে বিশাল একটা পাওয়া হবে। স্বাভাবিকভাবেই মাশরাফিকে চাচ্ছি’।
তিনি আরও বলেন, ‘মাশরাফিকে দলে নেয়ার ব্যাপারে বিসিবির কাছে আবেদন করা হয়েছে। এখনো বোর্ড থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি।’
রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাশরাফিকে দলে ভেড়ালে তিনিই অধিনায়ক হবেন কিনা, সেই প্রশ্নের উত্তর হান্নান রেখে দিলেন মাশরাফির কাছেই।
‘সত্যি বলতে এই বিষয়টি (অধিনায়কত্ব) নিয়ে এখনো চিন্তা করিনি। কারণ একটা বিশাল বিষয় হচ্ছে, মাশরাফি কি চাচ্ছেন? মাশরাফি এমন একজন প্লেয়ার বা অধিনায়ক যার সঙ্গে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এখানে মাশরাফির মতামতই প্রাধান্য পাবে’, বলেন হান্নান।