নিউ জিল্যান্ডের বিপক্ষে ইনিংস হারের শংকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছয় উইকেটে ১৯৬।ইনিংস হার এড়াতে এখনও ১৮৫ রান চাই সফরকারী দলের। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে নিউ জিল্যান্ডের চাই চার উইকেট।
তৃতীয় দিন মোট ১৬ উইকেট হারায় উইন্ডিজ। প্রথম ইনিংসে বিনা উইকেটে ৪৯ রান নিয়ে দিন শুরু করে ক্যারিয়াবিয়ানরা।
এরপর আর মাত্র ৩৮ ওভার ব্যাট করতে পারে তারা। ১৩৮ রানে তাদেরকে গুটিয়ে দেয় নিউ জিল্যান্ডের পেস অ্যাটাক। টিম সাউদি ৩৫ রানে চার উইকেট নেন। কাইল জেমিসন ও নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন।উইন্ডিজের পক্ষে ২৬ রান আসে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। আর জেসন হোল্ডার অপরাজিত থাকেন ২৫ রানে।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও একই রকম বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ঘণ্টা খানেক।
খেলা আবার মাঠে গড়ানোর পর, আর্দ্র উইকেটে উইন্ডিজ ব্যাটসম্যানরা হিমশিম খেতে থাকেন। ৮৯ রানে ছয় উইকেট হারিয়ে তিনদিনের মধ্যেই টেস্ট ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনায় পড়ে তারা।
তবে সপ্তম উইকেটে ১০৭ রানের জুটি গড়ে তাদেরকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করেন জারমেইন ব্ল্যাকউইড এবং আলজারি জোসেফ।পরের সময়টুকুতে এই দুই জনের কৃতিত্বে আর কোনো উইকেট তুলে নিতে পারেনি নিউ জিল্যান্ড।৬৩ বলে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ব্ল্যাকউড। দিনশেষে তিনি অপরাজিত ৮০ রানে।
অন্যপ্রান্তে ৪৯ বলে দ্রুত গতির ফিফটি করেন জোসেফ। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করা এই পেসার অপরাজিত আছেন ৫৯ রানে।