বেক্সিমকো ঢাকার সঙ্গে প্রথম দেখায় দুই রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দুই দল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে।
সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুই দলই মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। মোহাম্মদ সাইফুদ্দিন অনুশীলনে ফিরলেও এখনও ম্যাচ খেলার মত ফিট নন তিনি।
বেক্সিমকো ঢাকা: তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মুশফিকুর রহিম (অধিনায়ক), রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, আকবর আলি, মুক্তার আলি, নাঈম হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শফিকুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, রনি তালুকদার, ফরহাদ রেজা, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন।