হ্যামস্ট্রিংয়ের চোটে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাকে।
কিন্তু চোট থেকে সেরে উঠে মাশরাফি অনুশীলনে ফেরেন মঙ্গলবার। মাঠে ফেরায় তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টের দুই দল। ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
বৃহস্পতিবার ফরচুন বরিশাল জানায়, প্রথম দল হিসেবে মাশরাফিকে চেয়ে তারা দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক আবেদন করেছে।
‘আমরা জানতে পেরেছি যে মাশরাফি ফিট হয়েছেন এবং গত পরশু দিন বরিশালের পক্ষ থেকে একটি আবেদন করেছি তাকে চেয়ে। আশা করি আমরা তাকে পাবো’, জানান ফরচুন বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি যোগ করেন, জেমকন খুলনা ম্যাশকে চাইলেও, বরিশালই প্রথম আনুষ্ঠানিক আবেদন করেছে। মিজানুর বলেন, ‘খুলনাও আবেদন করেছে। আমরা প্রথম দল যারা মাশরাফির জন্য অনুরোধ পাঠিয়েছি। খুলনা আজকে (বৃহস্পতিবার) পাঠিয়েছে।’
একাধিক দল মাশরাফিকে চাইলে সেক্ষেত্রে মাশরাফির দল লটারির মধ্য দিয়ে নির্বাচিত হবে বলে জানান ফরচুন বরিশালের চেয়ারম্যান।
‘শুরুতে জানতাম মাশরাফি ফিট ছিলো না। এবং ড্রাফটের দিন বলে দিয়েছিল যে সে যখন ফিট হবে তখন পাঁচটা দল চাইলে তাকে নিতে পারবে। নিয়ম অনুযায়ী, অন্য কোন টিম যদি আবেদন করে, তাহলে সেটা লটারিতে চলে যাবে’, বলেন মিজানুর।