বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাটসম্যানদের দিনে বড় সংগ্রহের পথে নিউ জিল্যান্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৩:১৩

দিনশেষে নিউ জিল্যান্ডের স্কোর ২৪৩/২। টেস্টে ৩৩ তম হাফ সেঞ্চুরি তুলে ৯৭ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। তার সঙ্গী টেইলর ৩১ রানে অপরাজিত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছেছে নিউ জিল্যান্ড। দিনশেষে তাদের স্কোর ২৪৩/২।

হ্যামিল্টনে টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বৃষ্টিতে প্রায় আড়াই ঘন্টা খেলা নষ্ট হওয়ার পর হয় টস।

শুরুটা ভালো করে সফরকারী দল। চতুর্থ ওভারে সাফল্য পান তাদের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। পাঁচ রানে অভিষিক্ত ব্ল্যাক ক্যাপ ওপেনার উইল ইয়াংকে আউট করেন তিনি।

এরপরই শুরু হয় নিউ জিল্যান্ডের প্রাধান্য। উইন্ডিজ বোলারদের নিশ্চিন্তে খেলে ১৫৪ রানের জুটি গড়েন টম লেইথাম ও অধিনায়ক কেইন উইলিয়ামসন।

টেস্ট ক্রিকেটে নিজের ১৯তম হাফ সেঞ্চুরি তুলে নেন লেইথাম। কিমার রোচের বলে ৮৬ রানে বোল্ড হন এই ওপেনার।

এটি-ই ছিল উইন্ডিজের জন্য দিনের শেষ সাফল্য। এরপর, অভিজ্ঞ রস টেইলরকে নিয়ে বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন উইলিয়ামসন।

টেস্টে ৩৩ তম হাফ সেঞ্চুরি তুলে ৯৭ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী টেইলর ৩১ রানে অপরাজিত।

উইন্ডিজের হয়ে ছয়জন বোলিং করলেও সাফল্য পেয়েছেন দুইজন। রোচ ৫৩ রানে ও গ্যাব্রিয়েল ৬২ রানে একটি করে উইকেট নেন।

এ বিভাগের আরো খবর