বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিসিবির আয়োজনে সন্তুষ্ট উইন্ডিজ পর্যবেক্ষক দল

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২৫

বাংলাদেশে এসে ঢাকা ও চট্টগ্রামে মাঠ থেকে শুরু করে হোটেল, হাসপাতাল, অনুশীলনের ভেন্যু সবকিছুই ঘুরে দেখেছেন এই দুই সদস্যের পর্যবেক্ষক দল।

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তার আগে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের পর্যবেক্ষক দল।

দুই সদস্যের পর্যবেক্ষক দলে আছেন ড. আকশাই মানসিং ও পল স্লোওয়ে। মানসিং নিশ্চিত করবেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি, অন্যদিকে স্লোওয়ে দেখবেন নিরাপত্তার বিষয়টি। ড. মানসিং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য। অন্যদিকে স্লোওয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সেফটি ও সিকিউরিটি ম্যানেজার।

বাংলাদেশে এসে ঢাকা ও চট্টগ্রামে মাঠ থেকে শুরু করে হোটেল, হাসপাতাল, অনুশীলনের ভেন্যু সবকিছুই ঘুরে দেখেছেন এই দুই সদস্যের পর্যবেক্ষক দল।

বুধবার পর্যবেক্ষণ শেষে এই দুই পর্যবেক্ষক গণমাধ্যমকে জানান, বাংলাদেশের নিরাপত্তা ও করোনাভাইরাস প্রোটোকল নিয়ে তারা সন্তুষ্ট। 

‘জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। এখানে আসার আগে বেশ কিছু মিটিং করেছি এবং বিসিবির প্রোটোকল সম্পর্কে যা শুনেছি তা অত্যন্ত প্রশংসনীয়।

‘বিসিবি প্রোটোকলের যে বর্ণনা দিয়েছে, সেগুলো অত্যন্ত গভীর চিন্তার পরিচয় দেয়। এবং যেহেতু আমাদের আসার আগে তাদের তিনটি টুর্নামেন্ট হয়েছে এবং একটি হচ্ছে, সুতরাং তারা এতে অভ্যস্ত। ঢাকা এবং চট্টগ্রামে যা দেখেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ। কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট এবং নিখুঁত। সুতরাং, স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি’, বলেন মানসিং। 

নিরাপত্তার দায়িত্বে থাকা পল স্লোওয়েও নিরাপত্তার বিষয়টি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। এর আগে ২০১৬ সালে বাংলাদেশে আসা এই ক্যারিবিয়ান জানান, সফর নিশ্চিত হলে তিনি আরেকবার আসবেন প্রোটোকলগুলো পালন করা হচ্ছে কি না, সেটি দেখতে। 

‘ কোনো সন্দেহ নেই, পরিকল্পনাগুলো যদি যেভাবে লেখা এবং আলোচনা করা হয়েছে সেভাবে প্রয়োগ করা হয়, তাহলে কোন ধরণের অপ্রিয় ঘটনা ঘটবে না। আমি পুরো আয়োজনের ওপর অত্যন্ত খুশি, এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু থেকে ম্যাচের ভেন্যু সবকিছু নিয়ে’, বলে স্লোওয়ে। 

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশে আসতে পারে জানুয়ারির মাঝামাঝি সময়ে। ওয়েস্ট ইন্ডিজ দল কত দিন কোয়ারেন্টিন করবেন সেটি এখনও নির্ধারিত না হওয়ায় সিরিজ শুরুর তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি।

‘কোভিড প্রোটোকল অনুযায়ী, কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। নিশ্চিত করতে হবে যে আমরা যেন বাংলাদেশকে আক্রান্ত না করি। তিনটি নেগেটিভ টেস্ট হতে হবে।

‘প্রথম তিন দিনের জন্য আমরা ইন-রুম কোয়ারেন্টিনের পরামর্শ দেবো। প্রথম টেস্ট হবে পৌছানোর পর। তিন দিনের পর আরেকবার টেস্ট করাব। সেটিতে নেগেটিভ আসলে আমরা নিজেরা অনুশীলন করতে চাই। সাত দিন পার হওয়ার আগে বাইরে আসতে চাই না। সাত দিনের পর আমরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নেট সেশন করতে পারব’, বলেন মানসিং। 

জানুয়ারিতে তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের।

এ বিভাগের আরো খবর