বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই হার মেনেছে বেক্সিমকো ঢাকা। তবে বুধবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের পথেই আছে তারা। রবিউল ইসলাম রবির বোলিং তাণ্ডবে বরিশালকে ঢাকা আটকে দিয়েছে মাত্র ১০৮ রানেই।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান করতে সমস্যার মুখোমুখি হয় বরিশাল। কিন্তু বিপদ শুরু হয় পঞ্চম ওভারে, যখন টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাইফ হাসান ফিরে যান রবির বলে। আম্পায়ার আউট না দিলেও, ঢাকার নেওয়া রিভিউয়ে দেখা যায়, আউট হয়েছেন সাইফ।
সেই ওভারেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। রবির পরের ওভারে তার শিকার হয় সাত বলে শূন্য করে ড্রেসিং রুমে ফিরে যান আফিফ হোসেন।
অধিনায়ক তামিম ইকবাল ও তৌহিদ হৃদয়ের ৩৭ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও, তামিমের বিদায়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বরিশালের ব্যাটিং লাইনআপ।
মেহেদি হাসান মিরাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে তৌহিদ ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দুজনই একই ওভারে বিদায় নিলে সম্মানজনক সংগ্রহ গড়ার আশা শেষ হয়ে যায় বরিশালের। ইনিংসের শেষ বলে ছয় মেরে বরিশালকে ১০৮ রানে নিয়ে যান তাসকিন আহমেদ।
ঢাকার হয়ে চারটি উইকেট শিকার করেন রবি, শফিকুল ইসলাম দুটি উইকেট নেন তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে। আরও কিপটে ছিলেন স্পিনার নাঈম হাসান। চার ওভারে তিনি দেন মাত্র আট রান, তুলে নেন এক উইকেট।