বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল ভারত

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১৩:৩০

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩০২/৫ (পান্ডিয়া ৯২*, জাদেজা ৬৬*, কোহলি ৬৩, এইগার ২/৪৪), অস্ট্রেলিয়া ২৮৯ (ফিঞ্চ ৭৫, ম্যাক্সওয়েল ৫৯, ঠাকুর ৩/৫১, বুমরাহ ২/৪৩)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১৩ রানে হারায় সফরকারী দল। ভারতের দেয়া ৩০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ক্যানবেরায় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেনি অস্ট্রেলিয়া। অভিষিক্ত নাটরাজনের বলে মারনাস ল্যাবুশেইন আউট হন সাত রানে। সিরিজের আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা স্মিথও আউট হন একই স্কোরে, তাকে আউট করেন জাদেজা।

মোয়েজেস এনরিকেসের সঙ্গে জুটি গড়ে রানের গতি সচল রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এনরিকেসের বিদায়ের পর তাকে সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। এনরিকেস করেন ২২ আর গ্রিনের ব্যাট থেকে আসে ২১।

ফিঞ্চ পূর্ণ করেন তার হাফ সেঞ্চুরি। ৭৫ রান করে আউট হন তিনি। শেষ দিকে অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন এইগার চেষ্টা করেন ভারতের স্কোরকে নাগালের মধ্যে নিয়ে আসতে।

কিন্তু শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকায় ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তিন বল আগে, ২৮৯ রানে অল আউট হয় তারা। ম্যাক্সওয়েল আউট হন ৫৯ রান করে।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ওপেনার শিখর ধাওয়ান ফিরে যান দ্রুত। ষষ্ঠ ওভারে ১৬ রানে তাকে আউট করেন শন অ্যাবট।

দ্বিতীয় উইকেটে শুভমান গিলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন কোহলি। ৩৩ রানে গিলকে আউট করে জুটি বড় হতে দেননি অ্যাস্টন এইগার।

অন্য প্রান্তে, সঙ্গী হারাতে থাকলেও কোহলি তুলে নেন তার হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ২৩ রান করে ওয়ানডেতের দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড ভাঙ্গেন ভারতীয় অধিনায়ক।

হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর খুব বেশিক্ষণ ক্রিজে ছিলেন না তিনি। ৬৩ রানে তাকে আউট করেন জশ হেইজলউড। সিরিজে কোহলিকে তৃতীয়বারের মতো আউট করেন এই অজি পেসার।

কোহলির বিদায়ে ১৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে লড়াই করার পুঁজি এনে দেন হার্দিক পান্ডিয়া ও রভিন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে ১৫০ রান যোগ করেন এই দুইজন।

৭৬ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন পান্ডিয়া। জাদেজাও আউট হননি। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৬। অস্ট্রেলিয়ার হয়ে এইগার ৪৪ রানে নেন দুই উইকেট।

প্রথম দুই ম্যাচ জেতায়, তিন নম্বর ম্যাচ হারলেও সিরিজ ২-১ ব্যবধান জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন পান্ডিয়া। আর সিরিজ সেরা স্টিভেন স্মিথ।

 

এ বিভাগের আরো খবর