বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ হাজারে দ্রুততম কোহলি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ ডিসেম্বর, ২০২০ ১১:১৫

১২ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে কোহলিকে খেলতে হয়েছে ২৫১টি ওডিআই ও ২৪২টি ইনিংস। টেন্ডুলকারকে খেলতে হয়েছে ৩০৯ ম্যাচের ৩০০ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান স্কোর করার নতুন রেকর্ড গড়েছেন ভিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৩ রান করে তিনি ছুঁয়ে ফেলেন এই মাইলফলক; ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে।

১২ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে কোহলিকে খেলতে হয়েছে ২৫১টি ওডিআই ও ২৪২টি ইনিংস। টেন্ডুলকারকে খেলতে হয়েছে ৩০৯ ম্যাচের ৩০০ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান করা ষষ্ঠ খেলোয়াড় ভিরাট কোহলি। টেন্ডুলকার ছাড়াও তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াওয়ার্দেনে।

তার নাগালে আছে টেন্ডুলকারের আরও একটি রেকর্ড। ওডিআইতে টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা ৪৯টি। কোহলির সংগ্রহে আছে ৪৩টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি ভারত অধিনায়ক। ৬৫ রান করে জশ হেইজলউডের বলে আউট হন কোহলি।

এ বিভাগের আরো খবর