হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন মাশরাফি মোর্ত্তজা। মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনও করেছেন সাবেক টাইগার অধিনায়ক। ঘন্টাখানেক সময় কাটিয়েছেন মাঠে।
মিরপুর অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেন মাশরাফি। ওয়ার্ম আপ শেষে বোলিং করেন প্রায় ৩০ মিনিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে বোলিং করেন তিনি। মাশরাফি আপাতত ওজন নিয়ে কাজ করছেন জানালেন এই ট্রেইনার। বলেন, 'ও (মাশরাফি) ওর মত করে অনুশীলন করেছে। ওজন কমিয়ে একটা অবস্থায় আসতে চায়। এ ব্যাপারে আমি সাহায্য করছি। ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি।'
বোলিংয়ের পর রানিং সেশনে অংশ নেন মাশরাফি। পাঁচ রাউন্ডের পর বিশ্রামে যান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার ফিটনেস নিয়ে আশাবাদী তুষার বলেন, 'যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তেমন সমস্যা নাই। সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে।'
কোভিড বিরতির পর প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে সতীর্থরা ফিরলেও মাঠে ফেরা হয়নি মাশরাফির। মার্চে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেন তিনি। তারপর থেকে আছেন মাঠের বাইরে।
টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা ছিল তার। তবে, হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।
অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন ম্যাশ। টুর্নামেন্টে বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে ডাকার সুযোগ থাকছে দলগুলোর সামনে। টুর্নামেন্টে ফেরার মতো অবস্থায় আছে কী না মাশরাফি সেই বিষয়ে নিশ্চিত নন তুষার। বলেন, 'ফিটনেসের ব্যাপারটা আসলে এমন যে এটা ব্যক্তিগত ব্যাপার। ও অন্যরকম, ও মাশরাফি। অনেক কিছুই করতে পারে। এখন ওর সিদ্ধান্ত, খেলতে চাইলে খেলবে। ৪ ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এই কম ওভার যদি ম্যানেজ করতে পারে সেটা ওর ব্যাপার।'
এরই মধ্যে গাজী গ্রুপ চট্টগ্রাম আঙুলের চোটে হারিয়েছে মুমিনুল হককে। অস্ত্রোপচার করতে হবে এই বাঁহাতি ব্যাটসম্যানের হাতে। যার কারণে টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।