বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম জয় পেতে ঢাকার চাই ১৪৭

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ২০:৩৬

সংক্ষিপ্ত স্কোর: জেমকন খুলনা ১৪৬/৮, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৪৫, ইমরুল ২৯, রুবেল ৩/২৮, শফিকুল ২/৩৪)

প্রথম তিন ম্যাচে রান পাননি জেমকন খুলনার টপ-অর্ডারের কোন ব্যাটসম্যানই। তবে সেই ধারা চতুর্থ ম্যাচে এসে ভাঙলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার ৪৫ রানের ইনিংসের সাহায্যে বেক্সিমকো ঢাকার বিপক্ষে তারা সংগ্রহ করে ১৪৬। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের অপেক্ষায় থাকা ঢাকা টস জিতে ব্যাটিংয়ে পাঠায় খুলনাকে। আবারও ওপেন করতে নামেন সাকিব আল হাসান, কিন্তু লাভ হয়নি তাতে। 

চতুর্থ ওভারের মধ্যেই প্যাভিলিয়েন ফিরে যান দুই ওপেনার সাকিব ও এনামুল হক। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তাদের সাথে যোগ দেন জহুরুল ইসলাম। 

সেখান থেকে ৫৬ রানের জুটি গড়ে খুলনাকে আরেকটি ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস। ২৯ রানে ইমরুল ফিরে গেলেও মাহমুদুল্লাহ ছিলেন শেষ ওভার পর্যন্ত। 

শেষদিকে আরিফুল হকের ১১ বলে ১৯ ও শুভাগত হোমের পাঁচ বলে ১৫ রানের ১৪৬-এ শেষ করে খুলনা। 

রুবেল হোসেন তিন উইকেট নিলেও, ঢাকার সেরা বোলার ছিলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার মাত্র এক উইকেট নেন।কিন্তু চার ওভারে রান দিয়েছেন মাত্র ১০। নবাগত শফিকুল ইসলাম দুটি ও নাঈম হাসান একটি উইকেট শিকার করেন। 

এ বিভাগের আরো খবর