বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
টুর্নামেন্টে প্রথমবারের মত প্রথম ইনিংসে ব্যাট করবে চট্টগ্রাম। আগের দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে রান তাড়া করে।
চট্টগ্রাম একাধিক পরিবর্তন আনলেও অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বরিশাল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রামের মুমিনুল হক। তার জায়গায় দলে এসেছেন সৈকত আলি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বদলে চট্টগ্রাম একাদশে সুযোগ পেয়েছেন অফ স্পিনার সঞ্জিত সাহা।
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সৈকত আলি, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, সঞ্জিত সাহা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান