১৯২৮ সালের ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটে অভিষেক হয় স্যার ডন ব্র্যাডম্যানের। নিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ ও ১ রান করেন ২০ বছর বয়সী এই তরুণ। তবে পরের ৫১ টেস্টে যা করেন তা ইতিহাসের অংশ।
১৯২৮-২৯ সালের অ্যাশেজের প্রথম টেস্টে দলে ডাক পান ব্র্যাডম্যান। প্রথম টেস্টে মোট ১৯ রান করার পর, বাদ পড়েন দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে।
তবে, ফেরেন পরের টেস্টেই। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১২ রান করেন দ্য ডন।তখনকার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন তিনি। এরপর থেকে অস্ট্রেলিয়া দলে নিয়মিত হন ব্র্যাডম্যান।
শেষটাও তার শুরুর মতো। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বছর বয়সে শেষ টেস্ট খেলেন ব্র্যাডম্যান। জীবনের শেষ ইনিংসে চার রান দরকার ছিল টেস্ট গড় ১০০ করার জন্যে।ইংল্যান্ডের দ্য ওভালের ঐ ইনিংসে, এরিক হলিসের বলে শূন্য রানে বোল্ড হন তিনি।
এর আগে ব্যাট হাতে যা করে গেছেন সেটা অমরত্বের অন্য যথেষ্ট। ৫২ টেস্টে ৬,৯৯৬ রান করেছেন ডন ব্র্যাডম্যান। ৩৪ সেঞ্চুরি ও ১২টি ডাবল সেঞ্চুরি।তার টেস্ট গড় ৯৯.৯৪, যেটিকে ক্রীড়া ইতিহাসেরই অন্যতম সেরা রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়।