বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোটের কারণে বাদ ওয়ার্নার, বিশ্রামে কামিন্স

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ নভেম্বর, ২০২০ ১২:১৯

দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওয়ার্নারকে। পুনর্বাসনে পাঠানোর কারণে তাকে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি অস্ট্রেলিয়া। আর টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্সকে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও পেসার প্যাট কামিন্সকে রাখা হয়নি সাদা বলের স্কোয়াডে।

দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওয়ার্নারকে। পুনর্বাসনে পাঠানোর কারণে তাকে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি অস্ট্রেলিয়া।

আর টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্সকে। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বাদ পড়া নিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার গণমাধ্যমকে বলেন, 'টেস্ট সিরিজে আমাদের টিমের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্যাট এবং ডেভিড। ডেভিডকে চোটের জন্য পুনর্বাসনে পাঠানো হয়েছে। এই গরমে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা রাখার জন্য প্যাটকেও তুলে নেওয়ার হল।

ওয়ার্নারের জায়গায় অস্ট্রেলিয়া ডেকে পাঠিয়েছে ব্যাটসম্যান ডার্সি শর্টকে। কামিন্সের বদলে কে খেলবে সেটা এখনও জানায়নি অস্ট্রেলিয়া ক্যাম্প।

২ ডিসেম্বর ক্যানবেরায় তৃতীয় এক দিনের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট।

এ বিভাগের আরো খবর