প্রথম ম্যাচে জুটেছিল ৬৬ রানের হার। দ্বিতীয় ম্যাচে ব্যবধান কমলেও, ভাগ্য বদলালো না ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাই খুইয়ে বসলেন ভিরাট কোহলিরা।
প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথের টানা দ্বিতীয় সেঞ্চুরি এবং অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের ফিফটিতে ৩৮৯ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
জবাবে শুরুটা ভালো করে ভারত। ৫৮ রানের ওপেনিং জুটি গড়েন শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগারওয়াল। দুই ওপেনারকে দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন প্যাট কামিন্স ও জশ হেইজলউড।
মোইজেস এনরিকেসের দারুণ ক্যাচে ফেরার আগে ভারত অধিনায়ক ভিরাট কোহলি করেন ৮৯। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলের সঙ্গে দুটি বড় জুটি করে ভারতকে জয়ের পথে রেখেছিলেন ভারত অধিনায়ক। হেইজলউডের বলে কোহলি যখন ফিরে যান, ভারতের তখনও চাই ৯১ বলে ১৬৫।
সেখান থেকে রাহুল ও হার্দিক পান্ডিয়া চেষ্টা করেন লড়াই করার। বাড়তে থাকা আস্কিং রেটের সঙ্গে পেরে ওঠেননি তারা। রাহুল আউট হওয়ার পর রভিন্দ্র জাদেজা ও পান্ডিয়ার ১৫ বলে ৩৩ রানের জুটি ভারতকে টেনে নেয় কিছুটা। তবে সেই জুটি ভাঙ্গেন কামিন্স।
টানা দুই বলে জাদেজা ও পান্ডিয়াকে আউট করে ম্যাচ প্রায় শেষ করেন দেন কামিন্স। শেষ পর্যন্ত ভারত করতে পারে ৩৩৮। হার মেনে নিতে হয় ৫১ রানে।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ টানা দ্বিতীয় ম্যাচে শতরানের জুটি গড়েন। ২২.৫ ওভারে ১৪২ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
অধিনায়ক ফিঞ্চ আউট হন ৬০ রান করে। তার সঙ্গী ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৩। ১৫৬ রানে ওয়ার্নারের বিদায়ের পর জুটি বাঁধেন স্মিথ ও মারনাস ল্যাবুশেন।
আগের দিনের মতো স্মিথ এইদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে। ৬২ বলে ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
তৃতীয় উইকেটে ল্যাবুশেনকে নিয়ে ১৩৬ রান যোগ করেন তিনি। ৬৪ বলে ১০৮ রান করে আউট হন স্মিথ। তার ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছক্কা।
স্মিথের বিদায়ের পর হাত খুলে খেলা শুরু করে ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েল। ল্যাবুশেন তুলে নেন তার ফিফটি। ৬১ বলে ৭০ রান করে আউট হন তিনি।
ম্যক্সওয়েল অপরাজিত থাকেন ২৯ বলে ৬৩ রান করে। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩৮৯/৪। এটি ওয়ানডেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ।