করোনাভাইরাস প্রকোপে ক্রিকেট মাঠে ছিল না দীর্ঘ দিন। এই সময়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম কাজ করেছেন তার অ্যাকশন নিয়ে।
আগের অ্যাকশন বদলে তাইজুল বেছে নিয়েছেন তুলনামূলক হাই-আর্ম অ্যাকশন। আগের চেয়ে একটু উঁচু থেকে এখন বল করছেন এই স্পিনার।
নতুন অ্যাকশন নিয়ে তাইজুল সন্তুষ্ট। রোববার নিউজিবাংলাকে তিনি বলেন, নতুন অ্যাকশনে ভ্যারিয়েশন আনতে সুবিধা হচ্ছে তার।
‘(বলের ওপর) নিয়ন্ত্রণ বলতে পেস বা অন্যান্য যে সব ভ্যারিয়েশন আছে সেসব আমার কাছে মনে হচ্ছে সহজ হচ্ছে’, বলেন তাইজুল।
বাংলাদেশের হয়ে ২৯টি টেস্ট খেলা এই স্পিনার বলেন, নতুন অ্যাকশনে সমস্যা হচ্ছে না।
‘আসলে নতুন কিছু করতে গেলে একটু সময় লাগে। আমি শুরু করেছি, সমস্যা হচ্ছে না। তারপরও ব্যক্তিগতভাবে যদি বলি, বোলিং খারাপ হচ্ছে না’, বলেন তাইজুল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছেন তাইজুল। টুর্নামেন্টে দুই ম্যাচে চার উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।