বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরাজকে ফিরতে সাহায্য করেছেন তামিম

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১৭:০০

ম্যাচ হারের পর সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই অফ-স্পিনারেরই। রোববার তিনি জানান, এই সময়ে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার অধিনায়ক তামিম।

শেষ ওভারে ২২ রান রক্ষা করার লক্ষ্য তার হাতে বল তুলে দিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু আরিফুল হকের কাছে চার ছয় খেয়ে ম্যাচ হেরে বসেন মেহেদি হাসান মিরাজ।

সেই ম্যাচ হারের পর সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই অফ-স্পিনারেরই। রোববার তিনি জানান, এই সময়ে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার অধিনায়ক তামিম।

‘তামিম ভাই আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছেন। প্রথম ম্যাচ যখন আমরা হেরে গিয়েছিলাম, আমার বোলিংটার জন্যই হয়তো এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু তামিম ভাই আমাকে সাহস যুগিয়েছেন’, বলেন মিরাজ।

মিরাজ জানান, তামিম তাকে বরাবরই আত্মবিশ্বাস দিয়েছেন। ডানহাতি এই অলরাউন্ডার বলেন, ‘তামিম ভাই আমাকে একটা কথাই বলেছেন, “আমি তোর ওপর মন খারাপ করিনি। এবং তোর ওপর আপসেট না। আমি জানি তুই কী করতে পারিস। তুই প্রমাণ করে এসেছিস। এবং সেটা প্রমান করার জায়গা হচ্ছে এখানে।”’

পরের ম্যাচেই নিজেকে ফিরে পেয়েছেন মিরাজ। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ১৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুই উইকেট। মিরাজ জানান, তার এই পারফরমেন্সের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিলো অধিনায়ক তামিম ও কোচ সোহেল ইসলামের।

‘প্রথম ম্যাচটা খেলার পরে নিজের ভেতর একটু খারাপ লাগা ছিল। হতাশা ছিল। কিন্তু তামিম ভাই আমাকে যেভাবে সাপোর্ট করেছে এবং কোচও যেভাবে সাপোর্ট করেছেন, আসলে মনে হয়নি আমি ব্যাকফুটে ছিলাম। তাদের অবদানটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল’, মিরাজ বলেন।

নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজ-তামিমদের প্রতিপক্ষ নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম।

এ বিভাগের আরো খবর