বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে টানে মিনিস্টার গ্রুপ রাজশাহী। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাদের জন্য আসে দুঃসংবাদ।
অনুশীলনের ওয়ার্ম আপে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সাইফুদ্দিন। প্রাথমিকভাবে ছিটকে যান এক সপ্তাহের জন্য।
তবে মিনিস্টার গ্রুপ রাজশাহী জানিয়েছে, ফিরতে আরেকটু বেশি সময় লাগতে পারে সাইফুদ্দিনের। সব কিছু ঠিক থাকলে তিনি ফিরতে পারেন টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে।
রোববার মিনিস্টার গ্রুপ রাজশাহীর মিডিয়া ম্যানেজার হান্নান সরকার জানান, রাজশাহী দলের ফিজিওর অধীনে পুনর্বাসন প্রক্রিয়া ভালোই চলছে সাইফুদ্দিনের। তারা মেনে চলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেওয়া পুনর্বাসন প্রক্রিয়া। তবে সাইফুদ্দিন ফিরতে পারবেন বিসিবির বেঁধে দেওয়া ফিটনেস প্রটোকলে পাস করলেই, তার আগে নয়।
সাইফুদ্দিনকে ছাড়া অবশ্য খুব ভুগছে না রাজশাহী। তিন ম্যাচ খেলে তারা ইতোমধ্যেই তুলে নিয়েছে দুই জয়। আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।