বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেসারদের প্রতি সম্মান বেড়েছে মিরাজের

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১৬:০১

শেষ ওভারে ২৪ রান দেয়ার পর স্লগ ওভারে নিয়মিত বল করা পেসারদের প্রতি তার সম্মান বেড়েছে বলে জানান মিরাজ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তেই ছিলো ফরচুন বরিশাল। শেষ ওভারে তাদের বিরুদ্ধে জেমকন খুলনার প্রয়োজন ছিল ২২ রান। 

এমন অবস্থায় অধিনায়ক তামিম ইকবাল বল তুলে দেন মেহেদি হাসান মিরাজের হাতে। ম্যাচে তখন পর্যন্ত এই অফ-স্পিনার তিন ওভারে রান দিয়েছিলেন মাত্র ১২। 

কিন্তু সব ওলট-পালট হয়ে গেলো মাত্র পাঁচ বলে। চার ছক্কা হাঁকিয়ে খুলনার জয় নিশ্চিত করেন আরিফুল হক। 

প্রথম ম্যাচের সেই বিভীষিকা দ্বিতীয় ম্যাচে কাটিয়ে উঠেছেন মিরাজ। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ১৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। 

রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানান, শেষ ওভারে ২৪ রান দেয়ার পর স্লগ ওভারে নিয়মিত বল করা পেসারদের প্রতি তার সম্মান বেড়েছে।

‘প্রথম ম্যাচ হারার পর তো অবশ্যই সবার চেয়ে বেশি খারাপ লেগেছে। এক ওভারে চারটা ছক্কা খেয়েছি। দেশের পেসার যারা স্লগ ওভারে বল করে ওদের সিচুয়েশনটা আমি বুঝতে পেরেছি। ওদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে’, বলেন মিরাজ। 

মিরাজ জানান, সেই ওভার করার সময় তার স্নায়ু কাজ করছিল না, মাথায় শুধু কী করবেন সেটি ঘুরছিলো। তবে তিনি যোগ করেন, এরকম পরিস্থিতি থেকে ফিরে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

‘আমার সঙ্গে কিন্তু এই রকম প্রথম হয়েছে। এই অবস্থায় কীভাবে কী করলে ভালো হয় ওই নার্ভ কাজ করছিল না। খেলাশেষে অনেক চিন্তাই এসেছে। হয়তো আরেকটু টাইম নিলে ভালো হতো, হয়তো এখানে বল করলে ভালো হতো। আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা ক্রিকেটারের ক্ষেত্রে হতে পারে। এখান থেকে কামব্যাক করতে পারাটা গুরুত্বপূর্ণ’, বলেন এই ডানহাতি অলরাউন্ডার।

ফরচুন বরিশাল তাদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে সোমবার। ম্যাচে তাদের প্রতিপক্ষ নিজেদের দুটি ম্যাচই জিতে নেওয়া গাজী গ্রুপ চট্টগ্রাম।

এ বিভাগের আরো খবর