প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই ম্যাচেই প্রতিপক্ষকে ১০০ এর কম রানে গুটিয়ে দিয়ে জয় পেয়েছে তারা নয় উইকেটে।
কিন্তু এই সময়েই আসলো দুঃসংবাদ। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ডান হাতের আঙুলে চোট পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।সেই ইনজুরিতেই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে এই বাঁহাতি ব্যাটসম্যানের।
রোববার গাজী গ্রুপ চট্টগ্রাম মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করলেও, মুমিনুল অনুশীলনে যোগ দেননি।প্র্যাকটিস কিটের বদলে সাধারণ পোশাকে অ্যাকাডেমিতে আসা এই ব্যাটসম্যান প্রায় পুরোটা সময় বসে থাকেন দর্শক হিসেবে।
চট্টগ্রাম দল জানায়, সম্পূর্ণ ফিট নন মুমিনুল। এরপর নিজের ইনজুরি নিয়ে মুমিনুল বলেন, ‘গতকাল ম্যাচের সময় ডান হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। তাই এবারের আসরে আর খেলতে পারবো না। এখন থেকে পুনর্বাসনে থাকতে হবে।’গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার থাকায় এবারের আসর থেকে ছিটকে গেছেন মোমিনুল। এই ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগে। তাই এবারের আসরে তার আর খেলা হবে না।’