বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের বোলারদের তুলাধুনা, রান পাহাড়ে অস্ট্রেলিয়া

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১৩:৩৫

স্কোর: অস্ট্রেলিয়া ৩৮৯/৪ (স্মিথ ১০৮, ওয়ার্নার ৮৩, ল্যাবুশেন ৭০, ম্যাক্সওয়েল ৬৩*, পান্ডিয়া ১/২৪)

ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচের রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে ভিরাট কোহলির দলকে ৩৯০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। অজিদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই পেয়েছেন ফিফটি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ টানা দ্বিতীয় ম্যাচে শতরানের জুটি গড়েন। ২২.৫ ওভারে ১৪২ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।

অধিনায়ক ফিঞ্চ আউট হন ৬০ রান করে। তার সঙ্গী ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৩। ১৫৬ রানে ওয়ার্নারের বিদায়ের পর জুটি বাঁধেন স্মিথ ও মারনাস ল্যাবুশেন।

আগের দিনের মতো স্মিথ এইদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে। ৬২ বলে ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।

তৃতীয় উইকেটে ল্যাবুশেনকে নিয়ে ১৩৬ রান যোগ করেন তিনি। ৬৪ বলে ১০৮ রান করে আউট হন স্মিথ। তার ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছক্কা। স্মিথের বিদায়ের পর হাত খুলে খেলা শুরু করে ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েল। ল্যাবুশেন তুলে নেন তার ফিফটি। ৬১ বলে ৭০ রান করে আউট হন তিনি।

ম্যক্সওয়েল অপরাজিত থাকেন ২৯ বলে ৬৩ রান করে। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩৮৯/৪। এটি ওয়ানডেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ।

এ বিভাগের আরো খবর