তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭২ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে গ্লেন ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দেয় স্বাগতিক দল।
টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাট করতে পাঠান উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানরা।প্রথম পাওয়ার প্লেতে রান আসে ৪৯। ১৮ রান করা টিম সেইফির্টের উইকেট তুলে নেয় উইন্ডিজ।
পাওয়ার-প্লের পরপরই আরেকটি উইকেট হারায় স্বাগতিক দল। ৩৪ রান করা মার্টিন গাপটিল আউট হন ফাবিয়ান অ্যালেনের বলে।
এরপরই ডেভন কনওয়েকে নিয়ে ঝড় তোলেন ফিলিপস। ৩৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। তার ইনিংসে ছিল ৪টি চার ও সমানসংখ্যক ছক্কা। ফিলিপিস আউট হন ইনিংস শেষ হওয়ার এক বল আগে।
নিউ জিল্যান্ডের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি রেকর্ড গড়েন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার। ৪৬ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন তিনি।৫১ বলে ১০৮ রান করে আউট হন ফিলিপস। তার ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১০টি চার।
তৃতীয় উইকেটে তাদের ১৮৪ রানের জুটিতে নিউ জিল্যান্ড পায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর। নির্ধারিত ওভারে তিন উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে তারা।
পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারী দল।কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান আসে পোলার্ডের ব্যাট থেকে। ২৬ রানে অপরাজিত থাকেন কিমো পল।
২০ ওভারে নয় উইকেটে ১৬৬ রানের বেশি করতে পারেনি তারা। নিউ জিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ফিলিপস।
সোমবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।