টানা দুই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ফরচুন বরিশালের বিপক্ষে শনিবার তারা মাঠে নেমেছে তিনে তিনের লক্ষ্যে। সেই ম্যাচে নিজেদের ইনিংস শেষে রাজশাহীর বোর্ডে ১৩২।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীর হলেও, রাজশাহীর জন্য ছিল ইতিবাচক।
কিন্তু পাওয়ার-প্লের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। পাওয়ার-প্লের পর প্রথম বলেই আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া।১১ ওভারের ভেতর পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা।
৬৫ রানের জুটি গড়ে তাদের খাদের কিনারা থেকে রক্ষা করেন ফজলে মাহমুদ এবং টুর্নামেন্টে রাজশাহীর ত্রানকর্তা মেহেদি হাসান।কিন্তু দুজনই অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে ভালো সংগ্রহের আশা মিলিয়ে যায় রাজশাহীর।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মেহেদি, দ্বিতীয় সর্বোচ্চ ৩১ ফজলের। সুমন খান ছাড়া বরিশালের সব বোলারই রান আটকানোয় দারুণ কাজ করেছেন।কামরুল ইসলাম রাব্বি চার উইকেট তুলে নেন ২১ রান দিয়ে। মেহেদি হাসান মিরাজ ১৮ রান দিয়ে দুই উইকেট ও তাসকিন আহমেদ ১৯ রান দিয়ে তুলে নেন এক উইকেট।