মুজিববর্ষ উপলক্ষে বরগুনায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার।
ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) বরগুনা জেলা শাখার আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঢাকার দুটি ও বরিশালের তিনটিসহ আট দল। উদ্বোধন ও ফাইনালের দিন একটি করে ম্যাচ হবে। অন্য দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টে ম্যাচ হবে ১৫টি। ঢাকার দুটি, বরিশালের তিনটি, পটুয়াখালীর একটি ও বরগুনার দুটি দল অংশ নেবে। বুধবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
টুর্নামেন্ট সম্পর্কে কোয়াবের বরগুনা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, ‘বরগুনায় প্রথমবারের মতো হতে যাচ্ছে এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। করোনার কারণে স্বল্প পরিসরে আয়োজন করতে হচ্ছে।’
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো
মিরপুর ক্রিকেট একাডেমি ঢাকা, ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি বরিশাল, বেসিক ক্রিকেট একাডেমি বরিশাল, অল স্টার্স অফ বরিশাল, ক্রিকেট একাডেমি পটুয়াখালী, বরগুনা বয়েজ ও বরগুনা জুনিয়র্স।