অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জুটেছে ৬৬ রানের হার। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে এবার ভারতের ভাগ্যে জুটল জরিমানা।
প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভারের চেয়ে এক ওভার কম করায় জরিমানা হয়েছে ভিরাট কোহলির দলের।
ম্যাচ রেফারি ডেভিড বুন ভারতের ওপর এই অভিযোগ আনলে তা মেনে নেন কোহলি। ফলস্বরূপ কোন শুনানি ছাড়াই এই জরিমানা হয় ভারতের।
প্রথম ওয়ানডেতে অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে স্বাগতিক অস্ট্রেলিয়া গড়ে ৩৮৪ রানের পাহাড়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তাদের পঞ্চাশ ওভারে করতে পারে ৩০৮।
রোববার সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।