বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে মাত্র ৮৮ রানেই গুটিয়ে দিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। সেই ধারা তারা বজায় রাখলো দ্বিতীয় ম্যাচেও। জেমকন খুলনাকে মাত্র ৮৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস শেষে চালকের আসনে চট্টগ্রাম।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চমক দেখিয়ে খুলনা এনামুল হক বিজয়ের সাথে ইনিংস সূচনা করতে পাঠায় সাকিব আল হাসানকে। কিন্তু তাতে লাভ হয়নি কোনো। দুজনের ভুল বোঝাবুঝিতে বিজয়কে রান আউট হয়ে ফিরতে হয় প্রথম ওভারেই।
পঞ্চম ওভারে নাহিদুল ইসলাম একসাথে তুলে নেন সাকিব ও খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট। যতক্ষণে দশ ওভার শেষ হয়, ততক্ষণে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে খুলনা।
আগের দুই ম্যাচে টপ-অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেছিলেন শামিম পাটোয়ারি এবং আরিফুল হক। কিন্তু এই ম্যাচে ব্যর্থ হন দুজনই। মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে দুজন ফিরে যাওয়ায় খুলনা গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে।
চট্টগ্রামের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার ৩.৫ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে তুলে নেন চার উইকেট। দুটি করে উইকেট শিকার করেন নাহিদুল ও তাইজুল ইসলাম।