নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব ফিরেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। এই টুর্নামেন্টে তিনি খেলছেন জেমকন খুলনা দলে।
টুর্নামেন্টের তিন ম্যাচে হাসেনি সাকিবের ব্যাট। প্রথম দুই ম্যাচে করেছেন ১৫ ও ১২। গাজী গ্রুপ চট্টগ্রামের সাথে তৃতীয় ম্যাচে করতে পারলেন মাত্র তিন। তবে এই তিন রানেই নতুন এক মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে সম্পূর্ণ করেছেন ৫০০০ রান। বাংলাদেশিদের মধ্যে তার উপরে আছেন শুধুমাত্র তামিম ইকবাল।
সাকিব ৫০০০ রান করতে ২৮৪ ইনিংস। এই ২৮৪ ইনিংসে সাকিব বল খেলেছেন ৪০৯৯টি। এই রান করতে সাকিবের গড় ছিল ২০.৯২।টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সাকিব আছেন ৬৫ নম্বরে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব দ্বিতীয় অলরাউন্ডার যার নামের পাশে আছে ৫০০০ রান ও ৩৫০ উইকেট।তার ওপরে শুধু আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েইন ব্রাভো।
সাকিবের ওপরে থাকা তামিম ২০৯ ইনিংসে রান করেছেন ৫৮৬৪। তামিম এই রান করতে খেলেছেন ২০৯ ইনিংস।